গত ৪ঠা নভেম্বর ছিল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী চলচ্চিত্রকার ঋত্বিককুমার ঘটকের জন্মশতবর্ষ। ঋত্বিক ঘটক শুধুমাত্র একজন চলচ্চিত্রকার ছিলেন না, তিনি ছিলেন এক অসামান্য সাহিত্যপ্রেমী এবং চিন্তক। সাহিত্য ও চলচ্চিত্র— উভয় জায়গাতেই ধরা পড়ে তাঁর গভীর জীবনবোধ, ইতিহাসচেতনা, অস্তিত্ববাদী উদ্বেগ এবং বিচ্ছেদের করুণ সুর। জন্মশতবর্ষ উপলক্ষ্যে এই বিশেষ নিবেদন। বিশেষ সংখ্যার কাজ করতে গিয়ে লক্ষ্য করলাম ঋত্বিককে নিয়ে বাংলা ভাষায় প্রচুর ভালো কাজই ইতোমধ্যেই হয়ে গেছে। আমাদের এই নিবেদনকে বিশেষ বলছি বটে, প্রকৃত পক্ষে এই আয়োজন তার বিশেষত্বকে ছাপিয়ে ঋত্বিক ঘটকের স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদেনই প্রকট হয়ে উঠতে চাইছে। আমাদের চাওয়াও মূলত এটাই।
জন্মশতবর্ষের সেই বিশেষ দিনেই আমাদের আয়োজনকে আমরা পাবলিক করতে চেয়েছিলাম। কিন্তু ওয়েবসাইটের কিছু কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তিন দিন পরে আয়োজনটিকে সকলের জন্য উন্মুক্ত করা গেল। এই আয়োজনে চাওয়ামাত্র যারা লেখা দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগীতা করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাই।
খুবই অল্প সময়ে শিল্পী ও কবি রাজীব দত্ত প্রতিটি লেখার অলংকরণ করে দিয়েছেন। দত্তকে আলাদা করে ধন্যবাদ আর কী দেবো! তিনি পাশে না থাকলে আমাদের অনেক আয়োজনই যথাযথভাবে উপস্থাপন করা কঠিন হয়ে পড়ত। দত্তকে অন্তর থেকে ভালোবাসা জানাই।
মহাত্মা গান্ধীর এরকম একটা কথা আছে— “An ounce of practice is worth more than tons of preaching.” আমার প্রায় কাছাকাছি একটা কথা মনে হয়, অনেক কথা বলার চাইতে সামান্য কাজও যদি করে উঠতে পারি, সেটাই স্বার্থকতা।
সেদিন শিল্পী ও কথাশিল্পী ধ্রুব এষের একটি লেখা পড়ছিলাম। তিনি লিখেছেন—
‘মার্কেণ্ডেয় মুনির আয়ু কত বছর ছিল?
অসীম।
চিরযুবক রূপে অমৃত বরপ্রাপ্ত বা অমর ছিলেন মার্কেণ্ডেয় মুনি।
অমর ছিলেন মানে এখনও আছেন। থাকবেন। মৃত্যু নাই।
প্রতীতির ভাই ঋত্বিকের মতো।’
ঋত্বিককুমার ঘটক চিরস্মরণীয় হোক।
‘শতবর্ষে ঋত্বিক’ সংখ্যার সূচি
রাজনীতি ও ঋত্বিক ঘটকের চলচ্চিত্র
জফির সেতু
ভবা-ভবি: দেশভাগের শিকার যমজ ভাইবোন
টোকন ঠাকুর
‘তিতাস একটি নদীর নাম’: ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে ইতিহাস ও অস্তিত্বের অন্বেষা
মাসুদুল হক
ঋত্বিক এখনো বেঁচে আছেন
মুম রহমান
অযান্ত্রিক
সুশীল সাহা
ঋত্বিক ঘটক: সময়ের এক ঘূর্ণিবাত্যা
রুখসানা কাজল
বিবিধ আলোয় ঋত্বিক ঘটক
ইলিয়াছ কামাল রিসাত
ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে নারী চরিত্রগুলোর সংগ্রাম আজও প্রাসঙ্গিক…
মিঠু খান
দুয়ারভাঙা ঝড়ের বাতাস
নির্ঝর নৈঃশব্দ্য
কোমল গান্ধারে মিশে থাকা এক আশ্চর্য মানুষের গল্প
নাহিদ ধ্রুব
ঋত্বিককুমার ঘটকের চলচ্চিত্র: মন্তাজ, মৌলপ্রতীক কিংবা শব্দের দ্যোতনা
শ্যামল কান্তি ধর
অবসেশন
তানভীর পিয়াল
ছবির ভেতর একটা দেশভাগ ছিল
মুহাম্মদ শাওয়াব

…