শনিবার, এপ্রিল ২৭

আজ শ্রী-র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী : পাঠ করুন আজকের আয়োজন

0

মাঝে বেশ কিছুদিন অনিয়মিত—অবশ্য নানান যৌক্তিক কারণেই—থাকার পরে ফের পূর্ণ ছন্দে ফেরা। আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২০২১ সালের এই দিনেই আমরা শুরু করেছিলাম আমাদের পথচলা। দেখতে দেখতে আজ দুই বছর পূর্ণ হলো। অজস্র লেখক, পাঠক, শুভানুধ্যায়ী ছিলেন বলেই আমরা উৎসাহ পেয়েছি, এই ওয়েব ম্যাগাজিনটিকে সচল রাখতে পেরেছি। এই দুই বছরে প্রতি সপ্তাহেই নিয়মিত আয়োজন করাটা সহজ ছিল না। আপনারা অনেকেই জানেন শ্রী-র সেই অর্থে কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো নেই, লোকবল নেই, অর্থবল নেই। অনেকটা ‘ওয়ানম্যান আর্মি শো’-এর মতো করে যেতে হয়। তবু শ্রী প্রসঙ্গে বলতে গেলে প্রায় সর্বক্ষেত্রে ‘আমরা’ শব্দটি যে ব্যবহার করা হয়, তার কারণ আমাদের বেশ কয়েকজন বন্ধু আছেন। যাঁরা নিঃস্বার্থভাবে এই ম্যাগাজিনটির জন্য কাজ করে চলেন। কেউ লেখার প্রুফ দেখে দিচ্ছেন, কেউ ইলাস্ট্রেশন করে দিচ্ছেন, কেউ নানা পরিকল্পনা করে সেই আইডিয়াকে কী করে সফল করা যায় সেই পরামর্শ দিচ্ছেন; তাছাড়া আমাদের বিপুল পাঠকগোষ্ঠী, লেখক, বন্ধু, শুভানুধ্যায়ী— ফলে ‘আমি’ নই; সব মিলিয়ে আসলে ‘আমরা’।

অনেকগুলো লেখা এই সময়ের জমে গিয়েছিল। দুয়েকটি লেখা নতুন করে চেয়ে নেওয়া। সেগুলো দিয়েই মূলত আজকের আয়োজন। ভেবে দেখার যে, নিয়মিত যেসব লেখা শ্রী-র দপ্তরে জমা হয় সেগুলোও কেমন বিশেষ হয়ে ওঠে!

আজ এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদদের বিনম্র শ্রদ্ধা জানাই। কলমে-কিবোর্ডে যারা ভাষাকে সর্বদা প্রাণময় করে রাখছেন—আপনাদেরও অশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা।

আমাদের সকল লেখক পাঠক শুভানুধ্যায়ীদের জানাই দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা জানাই।


আজকের সূচি


প্রবন্ধ| বাংলা চলচ্চিত্রে দেশভাগের স্বরূপ ও তার বেদনা : শ্যামল কান্তি ধর

ছোটোগল্প | রূপনগর ফিল্ড রিপোর্ট : মশিউল আলম

প্রবন্ধ | বোধ : শান্তি আর শ্রান্তির কবিতা | লীনা দিলরুবা

গদ্য | যেভাবে ‘লেখক’ হয়ে উঠি : জিয়া হাশান

ছোটোগল্প | বিন্দুবাসিনী উদ্যান : আবু হেনা মোস্তফা এনাম

কবিতা | রাগ মালকোষ ও অন্যান্য কবিতা : মেঘ অদিতি

গদ্য | উইন্টার স্লিপ: শীতঘুমে বন্দি সম্পর্ক ও শ্রেণিবৈরিতা | আরিফ মাহমুদ

ছোটোগল্প | মায়াসরসী : রিফাত আনজুম পিয়া

কবিতা | ইতিকথা ও অন্যান্য কবিতা : শৈবাল নূর

গদ্য | নাটুয়ারপাড়া-২ : মুহাম্মদ শাওয়াব

 

শেয়ার করুন

লেখক পরিচিতি

error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।