মঙ্গলবার, মার্চ ১৯

প্রকাশিত হলো শ্রী গল্পসংখ্যার প্রথম পর্ব

0

বাংলা ভাষার ১০ জন বরেণ্য কথাশিল্পীর গল্প নিয়ে প্রকাশিত হলো শ্রী গল্পসংখ্যার প্রথম পর্ব। এই আয়োজনে গল্প লিখেছেন জাকির তালুকদার, ইমতিয়ার শামীম, ফয়জুল ইসলাম, ধ্রুব এষ, কবীর রানা, আবু হেনা মোস্তফা এনাম, আফসানা বেগম, রুমা মোদক, মোস্তফা অভি এবং কৃষ্ণ জলেশ্বর।

ইতিহাস রচিত হয় ক্ষমতাকেন্দ্রের ভেতর থেকে। ফলে প্রকৃত ইতিহাসের অবিকৃত উপাদান ছড়িয়ে থাকে সেই সময়ের নানান শিল্পকর্মে। আমরা দেখতে চাইছি— সাম্প্রদায়িক অস্থিরতা, লোভ, সামাজিক অবক্ষয়, নৈতিক স্খলন, দুর্নীতির অকল্পনীয় উত্থান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানান চাপে ও তাপে আমাদের যে দমবন্ধ অবস্থার সৃষ্টি হয়েছে— সেখানে এই সময়ের কথাশিল্পীরা কতটুকু প্রাণখুলে গল্পবলার অবসর পাচ্ছেন। আমরা আসলে বুঝতে চাইছি দেশের কথাশিল্পীদের চিন্তায় এই সময়ে কী খেলা করছে। তাঁদের চিন্তার স্রোত কোন কোন দিকে প্রবাহিত হচ্ছে।

আমাদের এই আয়োজন যাঁদের সহযোগিতায় সহজ হয়ে উঠেছে, তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ঋণ জানাই।

আমরা জানি, এখানে সূচিবদ্ধ লেখকদের বাইরে আরও আরও গুরুত্বপূর্ণ কথাশিল্পী আমাদের কথাসাহিত্যকে আলোকিত করে চলেছেন। সকলের সহযোগিতা পেলে তাঁদের নিয়েও পরবর্তীতে এরকম আয়োজনের পরিকল্পনা আমাদের আছে।

সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা।


গল্পক্রম


Motif

জাকির তালুকদারের গল্প : জয় মা বাংলা!

ইমতিয়ার শামীমের গল্প : দিনমান

ফয়জুল ইসলামের গল্প : রহিম বক্সের বাহিনী

ধ্রুব এষের গল্প : জানালা

কবীর রানার গল্প : হাত

আবু হেনা মোস্তফা এনামের গল্প : মৃত্যুসদনের অস্পষ্ট মিউ মিউ

আফসানা বেগমের গল্প : দোসর

রুমা মোদকের গল্প : জনশুমারির পর চওরা গ্রামে নৌকা ভিড়বে না

মোস্তফা অভির গল্প : মৃতদের দেশে

এবং

কৃষ্ণ জলেশ্বরের গল্প : ইয়ো ইয়ো


 

শেয়ার করুন

লেখক পরিচিতি

error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।