শনিবার, অক্টোবর ১২

তৃতীয় বর্ষপূর্তিতে প্রকাশিত হলো শ্রী গল্পসংখ্যা ২

0

আজ আমাদের তৃতীয় বর্ষপূর্তি। তৃতীয় বর্ষপূর্তিতে প্রকাশিত হলো শ্রী গল্পসংখ্যা ২। আমাদের আহ্বানে অভাবনীয় সাড়া আমরা পেয়েছি। নির্বাচন একটা তো শেষতক করতেই হয়, এ ক্ষেত্রে আমরা প্রাধান্য দিয়েছি অগ্রজ লেখকদের পাশাপাশি অপেক্ষাকৃত নতুন লেখকদের সুযোগ করে দিতে। যাঁরা সত্যিকার অর্থেই সাহিত্যে নিজেদের আগুন নিয়ে হাজির হয়েছেন। এঁদের সকলেই যে আগামী দিনে রাজত্ব করবেন এমন আশা আমরা করি না, তবে শুরুতেই সেই স্ফুলিঙ্গ লক্ষ করা যাচ্ছে। আরও কিছু ভালো লেখা আমাদের সংগ্রহে রয়ে গেল। আমরা পরবর্তী সময়ে সেসব লেখকের সঙ্গে কথা বলে আমাদের নিয়মিত সংখ্যায় সেই গল্পগুলো প্রকাশের আগ্রহ রাখি।

আমাদের লেখক, পাঠক, শুভানুধ্যায়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

 


গল্পক্রম


Motif

মায়া সিনেমা | পল্লব ভট্টাচার্য

শীত শেষ হতে | মণিকা চক্রবর্তী

আয়েশা | আহমেদ খান হীরক

আবর্ত | সানজিদা আফরিন

মনোবৃত্তের কৌণিক বিন্দু | লুৎফর রহমান মণ্ডল

রেইনবো ফিশ | মাহমুদ মাসুদ

আব্বা যেদিন নয়নতারা হলো | নাদিয়া জান্নাত

হারাধনের মেয়ে | রাজীব তন্তুবায়

ঘোলচক্কর | সুমন মাহমুদ

ইট মহল্লা | নীলাদ্রি দেব


শেয়ার করুন

লেখক পরিচিতি

error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।