রবিবার, ডিসেম্বর ১

আত্মজীবনী : মজনু শাহ

0

Eid Motif

 

 

 

 

.

 

কিছু শিউলি পড়ে আছে ধুলোয়, এই আমার আত্মজীবনীর এক পৃষ্ঠা।
হনুমানের চেয়ে কিছু কম, কাঠবিড়ালির চেয়ে কিছু বেশি মন নিয়ে তুমি আছ,
প্রেম অথবা নির্মম সেই ঠাট্টা নিয়ে আরো এক পৃষ্ঠা আত্মজীবনী।
ছোট্ট কুটির, পাশে জামগাছ, আর কিছু পাখি… এই তো আমার সংসার
আর আছে অন্ধকারের মধ্যে ঘুমন্ত ও রঙিন একটি পথ
সেই পথে গাছপালার ফাঁক দিয়ে আসা আলোক রশ্মি যেন একটি পঙক্তি
রাত্রিবেলা যখন বাইরে এসে দাঁড়াই, একঝাঁক জোনাকি আমাকে ঘিরে
………………………………………………………চক্র রচনা করে—

লেখার সময় আরেকজন কে আমার মধ্যে ঢুকে পড়ে, ক্ষীণকণ্ঠে বলে,
………………মনে পড়ে… মনে কি পড়ে… কখনো কি মনে পড়ে…

শেয়ার করুন

লেখক পরিচিতি

জন্ম : ২৬ মার্চ ১৯৭০। প্রকাশিত কবিতার বই : ‘আনকা মেঘের জীবনী’ (১৯৯৯), ‘লীলাচূর্ণ’ (২০০৫), ‘মধু ও মশলার বনে’ ( ২০০৬), ‘জেব্রামাস্টার’ (২০১১), ‘ব্রহ্মাণ্ডের গোপন আয়না’ (২০১৪), ‘আমি এক ড্রপআউট ঘোড়া’ (২০১৫) এবং ‘বাল্মীকির কুটির’ (২০১৮)।

error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।