প্রথম কাব্যগ্রন্থ ‘জেডপাথরের ফুল’। দেশের বিভিন্ন পত্রিকা ও অনলাইন সাহিত্য পোর্টালে অনিয়মিতভাবে বেশ কিছু কবিতা ছাপা হয়। সেই উৎসাহ থেকেই প্রায় ৭ বছরের দীর্ঘ বিরতির পরে কোনো নতুন বই প্রকাশিত হলো এবারের অমর একুশে গ্রন্থমেলায়। এর আগে ২০১৮ সালে আমার প্রথম প্রকাশিত বই, যা ছিল মূলত মুক্তগদ্যের, প্রকাশিত হয়। সে বইটির নাম ছিল ‘ঘুমপত্র’। অনুপ্রাণন প্রকাশন থেকে সে বছর প্রকাশিত হয়েছিল।

জেডপাথরের ফুল | নুরেন দূর্দানী | ধরন: কবিতা | প্রচ্ছদ: রাজীব দত্ত | প্রকাশক: বৈভব | মুদ্রিত মূল্য : ৩০০ টাকা | বইটি সংগ্রহ করতে এখানে ক্লিক করুন।
২০২৪ সালের দিকে নিয়মিত স্যোশাল প্লাটফর্মে ভোরের দিকে লেখা কবিতা ও জার্নালের মতো ছোটো ছোটো গদ্য পোস্ট করি। হঠাৎ একদিন ‘খোলা কাগজ’ নামক ই-পেপার থেকে আহ্বান করে লেখা দিতে এবং সেই সুবাদে বহুদিন পর আমি পূর্নাঙ্গ একটি লেখা লিখি ‘পৃথিবীর চার সুর’ শিরোনামে। যখন সেটি প্রকাশিত হয় তখন আমি শহর ছেড়ে অনেকটা নেটওয়ার্কের বাইরে পাহাড় দেশে ভ্রমণ করছিলাম। প্রখর রোদ থেকে বাঁচতে পাহাড়ের কোলঘেষে একা বসেছিলাম জবা গাছের নিচে। সেইদিন শুক্রবার এবং গদ্যটি প্রকাশের দিন আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম একক ঈশ্বর, অ্যাডাম ও ইভের প্রেম, বাস্তবিক বিপর্যয় এবং শ্রুতি নামের সবুজ চোখের পাখি। প্রকৃতির দিকে চোখ মেলে তাকাতেই মনে হলো জীবনের জন্য মুগ্ধতা ভীষণ জরুরি, দূরবর্তী প্রেম প্রতীক্ষা শেখায় আর শর্তহীন যাপনের জন্য ভালোবাসা অমূল্য। এমন ভাবনায় একটা লাইন উঁকি দিলো, ‘আমার দুঃখের মাটি ফুঁড়ে ওঠা তুমি সেই জেডপাথরের ফুল।’
এই বইয়ের কবিতার রচনাকাল প্রায় ১৫ বছর, এক ঝাঁক অপ্রকাশিত অনুভূতি মলাটে আবদ্ধ হয়ে পাঠকের কাছে পৌঁছেছে যেখানে লেখা আছে স্মৃতির আলোয় ‘রূহ ফুলের ঘ্রাণ’, বাস্তবিক দুনিয়ার ‘বিষ ও বাঁশি’, এবং প্রেমের ভুবনে ‘স্বর্ণদ্বীপের মত্ত গোলাপ’। যা সকল স্তরের পাঠকের মনের মধ্যে আলোড়ন জাগাবে দুনিয়া-প্রকৃতি-প্রেম এর মতো শুদ্ধাচারে। জীবনের অনেক অদেখা অনুষঙ্গ চিরকালীন ‘জেডপাথরের ফুল’ হয়ে ফুটেছে এই কাব্যগ্রন্থে। বইটি প্রকাশ করেছে বৈভব প্রকাশ। বইমেলায় ৫৭৫ ও ৫৭৬ নম্বর স্টলে পাওয়া যাবে ‘জেডপাথরের ফুল’ কবিতার এই বইটি। এছাড়া দেশের সম্ভ্রান্ত বইয়ের দোকানগুলোয় পাওয়া যাবে এই বই।

জন্ম ১২ অক্টোবর, ঢাকায়। শৈশব-কৈশোর বেড়ে ওঠা শহরে। কবিতা, গল্প, মুক্তগদ্য ইত্যাদি লেখেন। লেখালেখির শুরু স্কুল জীবনে। তারপর ব্লগ, বিভিন্ন ছোটোকাগজ ও পত্রিকায় লেখা প্রকাশিত হয়। লেখকের প্রথম বই ‘ঘুমপত্র’ (অনুপ্রাণন, ২০১৮)। কর্মজীবনের এক অংশ কাটিয়েছেন বেসরকারি রেডিওতে প্রযোজক ও উপস্থাপক হিসেবে। ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।