Author খলিল মজিদ

জন্ম ২৫ আগস্ট ১৯৭০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার হাজীপুর গ্রামে। তাঁর পিতা আবদুল মজিদ ও মাতা জাহেদা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর খলিল মজিদ পেশায় একজন ব্যাংকার। বর্তমানে তিনি কবিতা ও নন্দনভাবনার ছোটোকাগজ ‘একবিংশ’র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর প্রকাশিত কবিতার বই ২টি: পালকাপ্য (প্রকাশক: নিসর্গ, বগুড়া, ২০০০) ও তরল মন্দিরা ((প্রকাশক: কবি প্রকাশনী, ঢাকা, ২০২৪)। লিটলম্যাগাজিনই তাঁর লেখালিখির প্রধান ক্ষেত্র।