সোমবার, ডিসেম্বর ২

মো. মুহাইমীন আরিফের দশটি হাইকু

0

০১
হলদে রাত
ইউক্লিড আঙুলে
গোলক চাঁদ

 

০২
চাঁদের বাড়ি
বুড়ির চেয়ে থাকা
সূর্য কই

 

০৩
বরফে রোদ
বিম্বিত সূর্য
ডিমকুসুম

 

০৪
শ্রাবণফোঁটা
দিঘির ক্যানভাসে
চূড়ি-নকশা

 

০৫
সুখের দোল
প্রজাপতি ও ফুল
কে দেয় কাকে

 

০৬
বনের রাত
নৈঃশব্দ্যে ঝিঁঝি
গানওয়ালা

 

০৭
চাঁদে গ্রহণ
জোয়ারে উপচায়
জলপেয়ালা

 

০৮
মাছের ঝাঁক
বক-জেলের কানে
জলের গান

 

০৯
কাঠালি মেঘ
কোয়ারঙা বৃষ্টি
জৈষ্ঠ্যঘ্রাণ

 

১০
থালায় জল
চাঁদে-ভাতে আহারী
গ্রাসে জোছনা

শেয়ার করুন

লেখক পরিচিতি

স্থায়ীনিবাস কুমিল্লা, বাংলাদেশ। পেশায় শিক্ষক; পদবি অধ্যক্ষ। চাকরিসূত্রে সিলেটে বাস। অ্যাকাউন্টিং নিয়ে স্নাতকোত্তর করলেও সাহিত্যের প্রতি অনুরাগ ছোটোবেলা থেকেই। হাইকু ছাড়াও প্রবন্ধ, ছোটোগল্প, অণুগল্প লিখে থাকেন তিনি। উচ্চমাধ্যমিক স্তর থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জন্য অ্যাকাডেমিক বই লিখেছেন সাতটি। হাইকুর প্রতি আগ্রহ বেশ পুরনো। বাংলাদেশ ও কলকাতার পত্রিকা ও ওয়েবজিনগুলোতে নিয়মিত হাইকু লিখছেন। উল্লেখ্য, অমর একুশে বইমেলা ২০২২, ঢাকাতে তাঁর রচিত প্রথম হাইকুগ্রন্থ ‘ইউক্লিডের আঙুলে বৃত্তের চাঁদ’ প্রকাশিত হয়েছে।

error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।