শুক্রবার, অক্টোবর ৪

রূপি কৌর-এর কবিতা :: ভাষান্তর : মুম রহমান

0

Startরূপি কৌর ২৮ বছরের তরুণী। এখনও ছাত্র। কিন্তু ইন্সটাগ্রামের অন্যতম জনপ্রিয় কবি। লক্ষ লক্ষ অনুসারী তার। তিনি ছোট্ট ছোট্ট কবিতায় নারীর তীব্র আবেগ, আক্ষেপ, যন্ত্রণা, উল্লাস ধারণ করেন। নিজেই লেখেন নিজেই আঁকেন। কবিতার সঙ্গে সঙ্গে তার নিজের আঁকা ইলাস্ট্রেশনগুলো ভীষণ প্রাসঙ্গিকও। ভারতের হরিয়ানায় জন্ম নেয়া রূপি কৌর কানাডার নাগরিক। তার প্রেথম কবিতার বই ‘মিল্ক এন্ড হানি’ (২০১৪) নিউইয়র্ক টাইমস বেস্ট সেলার হয়। দ্বিতীয় কবিতার বই ‘সান এন্ড হার ফ্লাউয়ার’ প্রকাশিত হয় ২০১৭ সালে। যথাবিহিত এটিও বেস্টসেলার। এ বছরই বিবিসি তাকে বছরের সেরা শত নারীর তালিকায় ঠাঁই দেয়। মার্কিন জনপ্রিয় পত্রিকা ‘দ্য নিউ রিপাবলিক’ তাকে ‘দশকের লেখক’ বলে উল্লেখ করে। তার তৃতীয় কবিতার বই  ‘হোমবডি’ ২০২০ সালের ১৭ নভেম্বর প্রকাশিত হয়েছে।

১.
কোথাও তেমন জায়গা নেই
আমার শেষ আর তোমার শুরুর
যখন তোমার শরীর আমার শরীরে
আমরা তখন একই মানুষ।

২.
চাঁদই দায়ী জোয়ার আনতে
শান্ত জলে
প্রিয়তম আমি সেই শান্ত জল আর তুমি সেই চাঁদ।

৩.
তোমার কণ্ঠ আমাকে তাই করে হেমন্ত গাছকে যা করে
তুমি ফোন করে হ্যালো বললে
আর স্বাভাবিকভাবেই আমার কাপড় ঝরে পড়লো।

৪.
একত্রে আমরা দুজন বিরামহীন কথোপকথন।

৫.
কোথাও নেই কোনো দুশ্চিন্তা অবশিষ্ট
আর সূর্য আর তার ফুলেরা আছে এখানে।

৬.
আমি নিজের সঙ্গে মধুচন্দ্রিমা করতে চাই।

৭.
ওদেরকে বোলো আমি ছিলাম তোমার চেনা সবচেয়ে উষ্ণ জায়গা
আর তুমিই আমাকে শীতল করেছিলে।

৮.
এই তো তোমার রক্ত আমার শিরায়
বলো আমি কীভাবে ভুলবো তোমায়

৯.
তুমি আমাকে ছুঁয়েছো এমনকি একটুও না ছুঁয়ে

১০.
তুমি হয়তো আমার প্রথম ভালোবাসা ছিলে না
কিন্তু তুমি সেই প্রেম যা অন্যসব প্রেমকে করে তুলেছে অর্থহীন

১১.
আমি হয়তো মিথ্যে বলব যদি বলি তুমি আমাকে বাকহীন করেছো
সত্যি হলো তুমি আমার জিহ্বাকে এতো দূর্বল করেছো যে সে ভুলে গেছে
কোন ভাষায় কথা বলবে

১২.
আমি শিখছি কীভাবে ওকে ভালোবাসবো নিজেকে ভালোবাসার মাধ্যমে

১৩.
আমি ছিলাম গান
কিন্তু তুমি নিজের কান কেটে ফেলেছিলে

১৪.
আমি তোমাকে সরাচ্ছি আমার চামড়া থেকে

১৫.
আমি পুরোটা পথ এসেছি তোমাকে এইসব কিছু দিতে কিন্তু তুমি এমনকি তাকিয়েও দেখোনি

১৬.
আমি শিল্পকলায় পূর্ণ এক জাদুঘর কিন্তু তুমি তোমার চোখ বন্ধ রেখেছো

১৭.
যে কোন কিছুর চেয়ে আমি তোমাকে বাঁচাতে চেয়েছি আমার নিজের কাছ থেকে

১৮.
তোমার কণ্ঠ আমাকে নগ্ন করো

১৯.
প্রত্যেক বিপ্লবের শুরু আর শেষ হয় তার চুম্বনে

২০.
তুমি নেহাত জেগে উঠেই প্রজাপতিতে রূপান্তরিত হও না
উন্নতি একটা ক্রমবিকাশ।

২১.
মানুষের হৃদয়ের চেয়ে
শক্ত আর কী আছে
যা বারবার চূর্ণবিচুর্ণ হয়
তবু বেঁচে থাকে

২২.
তোমার নাম সবচেয়ে শক্তিশালী
ধনাত্মক কিংবা ঋণাত্মক
অবস্থা যে কোন ভাষাতেই
এটা হয় আমাকে আলোকিত করে
নয়তোবা দিনের পর দিন আমাকে ব্যথিত করে

২৩.
তোমার দেহপানে তাকাও
গুঞ্জন করো
তোমার নিজের চেয়ে ভালো কোন গৃহ নেই

২৪.
ভুল করো না
চিনির বদলে লবণ
সে যদি চায়
তোমার সঙ্গে থাকতে
সে থাকবেই
এটা খুব সরল

২৫.
তোমার এতো আছে
তবু তুমি আরও পাওয়ার জন্য ক্ষুধার্ত
কী তোমার নেই সেটা দেখার জন্য উপরে তাকানো বন্ধ করো
আর চারপাশে তাকিয়ে দেখ যা কিছু তোমার আছে

যেখানে তোমার সন্তোষ আছে

২৬.
আমাদের পৃষ্ঠদেশ
গল্প বলে কতো
কোন বইয়ের নেই
তেমন মেরুদণ্ড
যা ধারণ করে

২৭.
সে হলো জল
যথেষ্ট কোমল
জীবনকে আহ্বান করে
যথেষ্ট বলিষ্ঠ
ভাসিয়ে নিয়ে যেতে

২৮.
ভালোবাসার শেষ দিনে
আমার হৃদয় ফেটে গেল আমার শরীরের ভেতরে

২৯
যদি তুমি জন্মে থাক
পড়ে যাওয়ার মতো দূর্বল হয়ে
তবে তুমি জন্মেছো
ওঠার শক্তি নিয়ে

৩০.
সবচেয়ে বড় জ্ঞান কি যা একজন নারীর শেখা উচিত? তা হলো প্রথম দিন থেকেই তার সব কিছু আছে, ইতোমধ্যেই তার নিজের ভেতরেই যা কিছুই তার দরকার। বাকী দুনিয়া আসলে তাকে বোঝাতে চায় যে তার কিছু নেই।

শেয়ার করুন

লেখক পরিচিতি

মুম রহমান একজন লেখক। সার্বক্ষণিক এবং সর্বঅর্থে লেখক। যা করেন লেখালেখির জন্য করেন। গল্প, নাটক, কবিতা, অনুবাদ, বিজ্ঞাপণের চিত্রনাট্য, রেডিও-টিভি নাটক, সিনেমার চিত্রনাট্য, প্রেমপত্র-- সব কিছুকেই তিনি লেখালেখির অংশ মনে করেন। রান্নার রেসিপি থেকে চিন্তাশীল প্রবন্ধ সবখানেই তিনি লেখক।

error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।