শুক্রবার, আগস্ট ১

অন্ধ মানুষের ঘ্রাণ ও অন্যান্য কবিতা

0

অন্ধ মানুষের ঘ্রাণ


বহু দিন পার হয়ে গেল
কেউ এলো না
পড়ে রইল কাঁটা
আঁধার কেটে কেটে
দখল নিলো একাই
উড়ন্ত প্রেমানন্দ
তোমাকে হয়তো
লুকিয়ে রেখেছে
রোদ ভর্তি জানালা
বিজলি প্রভায় আহত
অন্ধ মানুষের ঘ্রাণ


যা ভাবি আমরা


যা ভাবি আমরা
বলতে পারি না অনেকেই
বোবা দৃষ্টিতে দেখি
নিজেকেই
গভীর রাতে ঝরে পড়া বকুলে
আমরা আহত হই
বলতে না পারা কথা
একা একা বলি
দেয়ালে দেয়ালে
কান পেতে শুনি প্রাণের ক্রন্দন
অনেকে ভাণ করে
ভাষার ভেতর লুকিয়ে রাখে ছুরি
বর্শা ছুড়ে দেয়া
দৃশ্যের সঙ্গে উড়ে যাওয়া
না বলতে পারা কথাগুলি তুমি


অনিয়ন্ত্রিত মেঘ রং


যতবার ভোল পাল্টে মুখোশ লুকাই ততবারই আঁধারে ভেসে ওঠে লাল। মুখে লেগে থাকা রক্ত, জানালা থেকে দেখা যাচ্ছে। হট্টগোলে মিশে যাচ্ছি মানুষের মতো। লকলক করছে জিভ, মাংসের টাটকা ঘ্রাণ। সুরের ভেতর খুলে পড়ছে খোঁপার ছায়া। স্থির হও, বসো সবুজে, ঘাসের সঙ্গে। রোদের উত্তাপে শরীরকে উড়তে দাও বাতাসে। কান খাড়া রাখো। চোখ খোলা রাখো উড়ন্ত মেঘের মতো, শোনো প্রকৃতির ক্রন্দন, অনেক মানুষও কাঁদছে। এ সময় উন্মাদের চোখের মতো, শুধু দেখে যাও, আর মিটিমিটি হাসো। তারপর, ধূসর মাঠের মতো গোধূলির শরীরে ঘুমিয়ে থাকো। দেহজুড়ে ছড়িয়ে থাকুক অনিয়ন্ত্রিত মেঘ রং।


বর্গাদার


বর্গাদার এসেছে। বহু মানুষের ছায়া তার বক্র চোয়ালে। তার মুখে কোনো হাসি নেই। দখলের পালা চলছে। সাঙ্গপাঙ্গ হাসছে। ফুরিয়ে গেছে জলের ঘ্রাণ। জেগে আছে শুধু লৌহ পরগনা। ফুটে আছে থোকা থোকা ক্ষত কোমল বিয়োগে, ঠুনকো শব্দের মতো হেসে উঠছে সকল বধিরে। তবু ক্রুশকাঠে নিঃশব্দে রাত নামে, অর্ন্তলীন রূপকের সৌধ ভেসে ওঠে অন্ধকারে। শুধু তোমারামার ঘুমের ঘোরে

জোনাক আলোয় মুক্ত পাখি ওড়ে।


পাখি প্রেম


আরো শান্ত হয়ে আসো নদীর ওপারে
পাবে জংলি ফুলের মধু অন্ধকারে
সামান্য জীবনে তোমাকে পাবে হাওয়া
পাখির যেমন নেই চাওয়া পাওয়া
তেমনি তোমাকে ছোঁবে রাতবনসাই
ক্ষত চিহ্নগুলি মুছে যাবে হাওয়ায়
তখন তুমি কথা ব’লো জলের স্বরে
প্রেমও সাড়া দিবে পাখিদের অন্তরে

শেয়ার করুন

লেখক পরিচিতি

জন্ম ২২ জুলাই ১৯৭৬, চুয়াডাঙা। সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। পেশা : গবেষণা। প্রকাশিত বই : ‘ঘড়ির কাঁটায় ম্যাটিনি শো’ (কৌরব ২০০৮), ‘পুষ্পপটে ব্রাত্য মিনতি’ (জোনাকরোড ২০০৯), ‘উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি’ (আবহমান ২০১১), ‘ভেল্কিবাজের আনন্দধাম’ (এন্টিভাইরাস ২০১৫), ‘যাচনার বাঞ্ছাধ্বনি’ (ছোটো কবিতা, ২০১৮)।

error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।