শুক্রবার, আগস্ট ১

কোথাও সন্ধ্যামণির কাছে : অনুপম মণ্ডল

0

Motif-01

১.
বুনো আগাছার গন্ধ
ছায়া ছায়া গন্ধ ভরা
শাপলা ডোবা দীঘি
আর পথের দুপাশে পলাশ গাছ
কুল গাছের জঙ্গল
কোথা থেকে গড়িয়ে আসে হাওয়া!
এতো হাওয়া!
কাকে গিয়ে বোঝাবে সে কথা?
বঁইচি বনের ধারে আলো নয় অন্ধকার নয়
বাতাসের সুর খেলা করে!

 

২.
অন্ধকার নেমে গেছে
খড়ের ঘরের চালায়
পদ্মপাতার মতো গোল, মস্ত চাঁদ উঠেছে—
বিলের দিকে ঝুঁকে আছে একটা
বুড়ো হিজল গাছ
নিখিলদা আজো ফেরেনি—
মেঘ-হও পাখিটি ডেকে ডেকে
সেই কখন ফিরে গেছে
একটাও কথা বলেনি জেঠিমা
কেবলই শিশির ঝরেছে
ধানবন পেরিয়ে যে
ডাহুক ডাকা পথ
কুমারী কাঁটার লতায় ছেয়ে আছে

 

৩.
জিয়ল গাছের আঠায় গেঁথে আছে
শৈশবের শেষ রোদটুকু
এছাড়া আর কিছুই নেই
পাতা ঝরার শব্দ
কেন সে অমন করে ডাকছে—
বারান্দায় তুলসী গাছের ওপর
মাটির ঘট থেকে টপটপ করে জল ঝরছে
সমস্ত দিন
আর সমস্ত দিন ভরে
একটা ধানের নাড়ার বাঁশি

 

৪.
এখন অবেলার দিকে ঝুঁকে গেছে
যত আলো—
হরগোজা ঝোপের কাছে
শতশত চাঁদমালা ফুটে আছে ঝিলে
ঝিরঝির করে কাঁপছে
কারা যেন ডুবে গেছে অমন
জ্যোৎস্নার অমল আঁধারে
তারাদের উঠোন
তারাদের উঠোনে
অল্প অল্প করে রাত জাগছে
একটু পরেই ডানা মেলে দেবে

 

৫.
পদ্মবনের মাথা ছুঁয়ে উড়ে যায় হাওয়া
আলতো দুলছে দিঘীর জল
হাতখোঁপা
ঝিমধরা পাড়াগেঁয়ে উঠানে
কদমগাছটা ঝুঁকে এসে
তৈরি করছে ছায়ার আলপনা
ঘন শটি ঝোপ
চাপা শ্বাস
হয়তো-বা ওইখানে বাতাসেরা গাইছে

শেয়ার করুন

লেখক পরিচিতি

জন্ম ৮ ডিসেম্বর ১৯৮৮; কৃষ্ণনগর, খুলনা। সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর। পেশায় শিক্ষক।

প্রকাশিত বই : ডাকিনীলোক  [কবিতা, চৈতন্য, ২০১৬], অহম ও অশ্রুমঞ্জরি [কবিতা, অগ্রদূত, ২০১৮], নিঃসঙ্গ কেতকীর মতো  [কবিতা, বিদুর, ২০২১]

ই-মেইল : anupamsoc@gmail.com

error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।