Author অতনু তিয়াস

জন্ম ২ জানুয়ারি ১৯৭৫। ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ঔটি গ্রামে, মাতুলালয়ে। শৈশব কেটেছে পৈতৃক নিবাস ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার লাউটিয়া গ্রামে। প্রকাশিত কাব্যগ্রন্থ : রাংসার কলরোল [২০০৭, ঐতিহ্য]; আমি অথবা অন্য কেউ [২০১৮, ঐতিহ্য]। সম্পাদনা : ছোটোকাগজ ‘অথবা’। লেখালেখির পাশাপাশি গান বাঁধেন এবং গান করেন। বিভিন্ন চলচ্চিত্র ও নাটকে প্রকাশিত তাঁর বেশকিছু শ্রোতাপ্রিয় গান রয়েছে। সম্মাননা :  ‘মায়ের জন্য ভালোবাসা’ গীতিকবিতার জন্য ২০০৯ সালে পেয়েছেন ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত ‘সেলিব্রেটিং লাইফ’ অ্যাওয়ার্ড; বঙ্গবন্ধু লেখক ফোরাম প্রদত্ত ‘গুণীজন সম্মাননা-২০১৮’। কবিতার জন্য পেয়েছেন নজরুল-চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান অগ্নিবীণা প্রদত্ত ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য সম্মাননা-১৪২৪’।