Author হিন্দোল ভট্টাচার্য

জন্ম ১৯৭৮। কলকাতায়। ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। লেখালেখির শুরু নয়ের দশকের প্রথমার্ধে। প্রথম বই লেখালেখি, শুরুর দশ বছর পর ‘তুমি, অরক্ষিত’। এর পর একে একে বেরিয়েছে ‘তারামণির হার’, ‘তালপাতার পুথি’, ‘মেডুসার চোখ’, ‘জগৎগৌরী কাব্য’, ‘তৃতীয় নয়নে জাগো’, ‘যে গান রাতের’ প্রভৃতি।  মোট ষোলটি কাব্যগ্রন্থ, একটি উপন্যাস ও তিনটি গল্পগ্রন্থের রচয়িতা। ‘জগৎগৌরী’ কাব্যের জন্য পেয়েছেন বীরেন্দ্র পুরস্কার ও ‘যে গান রাতের’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমি পুরস্কার। বর্তমানে ১০০০ বছরের জার্মান কবিতার অনুবাদে রত।