Author খালেদ হোসাইন

খালেদ হোসাইন। জন্ম ১৯৬৪ সালে, নারায়ণগঞ্জের ফতুল্লায়। মা সুফিয়া খাতুন। বাবা গোলজার হোসাইন। মা কবিতা লিখতেন, আর স্বপ্ন দেখতেন। একটা স্বপ্ন ছিল, এই ছেলে কবি হবে। খালেদ হোসাইনের কবিতার জগতটি ক্রমাগত রহস্যময় হয়ে উঠেছে। কবিতা, প্রবন্ধ, শিশুসাহিত্য ও ৭টি অনুবাদসহ— প্রকাশিত বইয়ের সংখ্যা ৪৫। খালেদ হোসাইনের নেশা ভ্রমণ, স্বভাবে ঘরকুনে। পেশায় তিনি বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।