Author খন্দকার ওমর আনোয়ার

জন্ম ১৯৬৯ এ উত্তরবঙ্গের গাইবান্ধায়। রংপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শেষে ১৯৮৯ সালে ‘ভারতীয় সাংষ্কৃতিক বিনিময়-বৃত্তি’ নিয়ে আই আই টি মাদ্রাজে এরোস্পেস এঞ্জিনিয়ারিং অধ্যয়ন করেন। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে শিক্ষকতা করেছেন। ২০০০ সালে ‘অস্ট্রেলিয়ান আন্তর্জাতিক স্নাতকোত্তর গবেষণা বৃত্তি’র অধীনে আর এম আই টি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন শেষে ব্রিসবেনের অদূরে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। জাপানে ‘পোস্টডক্টরাল রিসার্চ ফেলোশিপ’ শেষে দীর্ঘ ১৪ বছর সংযুক্ত আরব আমিরাতে শিক্ষকতা এবং ‘আন্ডারওয়াটার মেরিন ট্যাক্টিক্যাল ভেহিকেলস এন্ড কম্পোজিট কন্সট্রাকশন মেটিরিয়েলস’ নিয়ে কর্মরত ছিলেন। বিগত প্রায় দেড়বছর ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এভিয়েশান এন্ড এরোস্পেস ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে কাজ করছেন। দুটি প্রবন্ধ সংকলন, ১টি কাব্যগ্রন্থ এবং জয়ন্ত চ্যাটার্জীর কন্ঠে তার ১২টি কবিতার ১টি অডিও সিডি প্রকাশিত হয়েছে একুশে বইমেলায়।