Author কিযী তাহ্‌নিন

জন্ম ১৩ জানুয়ারি, ঢাকায়। লেখালিখি শুরু হয় পত্রিকার শিশুপাতায় কবিতা লেখার মধ্যে দিয়ে, সেই সৃজনশীল লেখার অধ্যাবসায় এবং চর্চা তিনি চালিয়ে যেতে চান। তার লেখা গল্প এবং কলাম প্রকাশিত হচ্ছে দেশ এবং বিদেশের বিভিন্ন স্বনামধন্য পত্রিকার সাহিত্য পাতায়। তার বিভিন্ন গল্প অনূদিত হচ্ছে ইংরেজি ভাষায়। ২০১৯ সালে কিযী তাহনিনের প্রথম গল্পগ্রন্থ 'ইচ্ছের মানচিত্র', ২০২০ সালে গল্পগ্রন্থ 'আছে এবং নাই' এবং ২০২১ সালে গল্পগ্রন্থ 'বুধ গ্রহে চাঁদ উঠেছে' প্রকাশিত হয়েছে পাঠক সমাবেশ থেকে। বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের একটি অঙ্গসংস্থায় কর্মরত আছেন।