Author মোস্তফা আহসান হাবীব
মোস্তফা আহসান হাবীব
১৯৮৮ সালের ১১ ডিসেম্বর রংপুর জেলার বাবুখাঁয় জন্মগ্রহণ করেন। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে তিনি ২০০৩ সালে এসএসসি এবং ২০০৫ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ার গৌরব অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে তিনি কৃতিত্তের সাথে অর্নাস ও মার্স্টাস সম্পন্ন করেছেন। গল্প, কবিতা, উপন্যাস রচনায় সমান পারদর্শী হলেও তার ভালো লাগার বিষয় সায়েন্স ফিকশন। এ প্রর্যন্ত তার প্রকাশিত বই ১৪টি। এর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে: 'ক্রিপিটাস' (২০১২), 'আপোফিস' (২০১৪), ন্যানো মানব' (২০১৫), মুক্তযুদ্ধভিত্তিক উপন্যাস 'ফুলপুরের স্বাধীনতা' (২০১৬) এবং 'প্রিথন' (২০১৭)। তিনি বর্তমানে নীলফামারী সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।