Author সঞ্জয় চট্টোপাধ্যায়

জন্ম ১৯৮৮ সালের ২রা মার্চ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক প্রত্যান্ত গ্রাম হামিরহাটীতে। পিতা রবিলোচন চট্টোপাধ্যায় একজন পুজারী ব্রাহ্মণ। সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসায় তিনি কলম ধরেন। প্রথমে কবিতা দিয়ে শুরু করলেও বর্তমানে তিনি মূলত গল্পকার। ‘দ্যা কোল্ডফিল্ড টাইমস’ পত্রিকায় প্রথম কবিতা এবং ‘লগ্নউষা’ পত্রিকায় প্রথম গল্প প্রকাশ পায়। বর্তমানে বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত ছোটোগল্প লিখে চলেছেন। নেশা- ভ্রমণ ও বই পড়া।