Author শেলী নাজ

শেলী নাজের জন্ম ১১ মার্চ হবিগঞ্জে। পাহাড়বেষ্টিত, সমুদ্রবিধৌত চট্টগ্রামেই কেটেছে তার শৈশব, কৈশোর ও তারুণ্যের উজ্জ্বল দিনগুলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর।পরবর্তীতে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, মেলবোর্ন, অস্ট্রেলিয়া থেকে ইন্টারন্যাশনাল কমিউনিটি ডেভেলপমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর বর্তমানে তিনি মেলবোর্নের সুইনবার্ন ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। তার গবেষণার মূল বিষয় বাংলাদেশে পুরুষতন্ত্র এবং যৌননির্যাতন ও বাণিজ্যিকায়নের শিকার কন্যাশিশুর মানসিক সাস্থ্য। পেশাগত জীবনে তিনি সমাজকল্যাণ  মন্ত্রণালয়ের অধীনে উপপরিচালক হিসেবে কর্মরত। তার কবিতার বই ৯ টি। প্রথম কবিতার বই ‘নক্ষত্র খচিত ডানায় উড্ডীন হারেমের বাঁদি’ প্রকাশিত হয় ২০০৪ সালে। পরবর্তীতে ‘বিষাদ ফুঁড়ে জন্মেছি বিদ্যুতলতা (ম্যাগনাম ওপাস ২০০৬)’, ‘শেকলে সমুদ্র বাজে’ (অনন্যা ২০০৭), ‘মমি ও মাধুরী’ (ম্যাগনাম ওপাস ২০০৯), ‘চর্যার অবাধ্য হরিণী’ (পাঠসূত্র ২০০৯), ‘সব চাবি মিথ্যে বলে’ (ম্যাগনাম ওপাস ২০১১), ‘সূচের ওপর হাঁটি’ (বেঙ্গল পাবলিকেশন ২০১৩), ‘পুরুষসমগ্র’ (অ্যার্ডন পাবলিকেশন্স ২০১৫) এবং ‘কাটা জিভের গান’ (বাতিঘর, ২০২০) নামে আরও একটি কবিতার বই প্রকাশিত হয়। লৈঙ্গিক রাজনীতির শিকার নারীর আত্মপরিচয় নির্ণয়ের যুদ্ধযন্ত্রণা, নারীবাদ, পুরুষতন্ত্রের বিপরীত স্রোতে ভাসবার সাহস আর সমাজবাস্তবতার দ্বান্দ্বিক বোধ তার কবিতার প্রধান বিষয়।