Author সুজন দেবনাথ

সুজন দেবনাথ একজন কথাসাহিত্যিক এবং কবি। তিনি বাংলাদেশের শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় (আইবিএ) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। কর্মসূত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, এথেন্স এবং থিম্পুতে বাংলাদেশ দূতাবাসে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। তিনি লেখালেখি শুরু করেন অব্যয় অনিন্দ্য ছদ্মনামে। এই নামে ২০১৫ সালে তার কাব্যগ্রন্থ ‘মন খারাপের উঠোন’ এবং গল্পগ্রন্থ ‘কীর্তিনাশা’ প্রকাশিত হয়। সুজন দেবনাথ একজন রবীন্দ্র গবেষক। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের এথেন্স ভ্রমণ নিয়ে মৌলিক গবেষণা ‘হোমারের দেশে রবীন্দ্রনাথ’ সম্পন্ন করেছেন। তার রচনা ও পরিচালনায় গ্রিস থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রথম ইংরেজী গান ‘ইটস মাদার ল্যাংগুয়েজ ডে’ প্রকাশিত হয়। ২০২০ সালে প্রকাশিত হয় তার পাঠকনন্দিত সুবৃহৎ ঐতিহাসিক উপন্যাস ‘হেমলকের নিমন্ত্রণ’। সক্রেটিস, প্লেটো, হেরোডটাস, সফোক্লিসদের সময়ে এথেন্সে থিয়েটার, সাহিত্য, গণতন্ত্র, বিজ্ঞান, ইতিহাসশাস্ত্র, দর্শন, অলিম্পিক, চিকিৎসাশাস্ত্র এবং প্লেটোনিক প্রেমের জন্মকথা নিয়ে এই উপন্যাসটিকে গ্রিসের ‘সক্রেটিস কমিউনিটি ইন এথেন্স’ ২০২০ সালের সক্রেটিস বিষয়ক সেরা বই হিসেবে নির্বাচিত করেছেন।