Author সুমনকুমার দাশ

লোকায়ত সাহিত্য ও সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাঁর রচিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ষাটেরও অধিক। বাংলাদেশ ও কলকাতা থেকে বেরিয়েছে তাঁর বই। লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক হিসেবে দুই বাংলাতেই এখন সুপরিচিত। তাঁর সংগ্রহে আছে পঞ্চাশ হাজারেরও বেশি লোকগান আর লোকনাট্য। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে ‘বাউলের আখড়ায় ফকিরের ডেরায়’, ‘শাহ আবদুল করিম : জীবন ও গান’, ‘বাউলকোষ’, ‘বাংলাদেশের বাউল-ফকির : পরিচিতি ও গান’, ‘বাউলসাধনা, লালন সাঁই ও অন্যান্য’, ‘বেদে-সংগীত’, ‘লোকগান লোকসংস্কৃতি’, ‘লোকায়ত বাংলার পথ ধরে’, ‘গান থেকে গানে’, ‘লোকগানের বিচিত্র ধারা’, ‘লোকায়ত জীবন ও লোকসংস্কৃতি’, ‘বাংলাদেশের বাউল ফকির লোকশিল্পী’, ‘লোকভাবন’ উল্লেখযোগ্য। সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সুখলাইন গ্রামে জন্মগ্রহণ করেছেন। পিতা বারীন্দ্রকুমার দাশ, মা যমুনাবালা চৌধুরী। সম্পাদনা করেছেন ‘দইয়ল’ নামে গানের একটি ছোটো কাগজ। ইমেইল : sumankumardash@gmail.com