Author সুমন মজুমদার

জন্ম ১৯৮২ সালে। গ্রামের বাড়ি ভোলা হলেও বেড়ে ওঠা ঢাকায়। বাবা অমৃত মজুমদার ও মা ঝর্ণা মজুমদার। স্কুল জীবন কেটেছে শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। এরপর সরকারি বাঙলা কলেজ হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক। বর্তমানে কর্মরত ঢাকার একটি জাতীয় দৈনিকে জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে। সক্রিয় থিয়েটার গ্রুপ অনুস্বরের সঙ্গে। বিভিন্ন পত্রিকা ও লিটলম্যাগে লেখালেখি করে কাটে সময়। বই আকারে বেরিয়েছে উপন্যাস ‌'রাইমঙ্গল'। স্ত্রী হেনা মজুমদার ও দুই মেয়ে সুকন্যা আর সুকৃতিকে নিয়ে চলছে জীবন।