Author এনামুল রেজা

এনামুল রেজা একজন ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক। প্রথম উপন্যাস 'কোলাহলে' প্রকাশ পেয়েছে ২০১৬ সালে। অনিয়মিতভাবে নিজের ওয়েবসাইট এবং পত্র-পত্রিকায় লিখে থাকেন। জন্ম ১৯৯১। ঢাকায়, মিরপুরে মায়ের বাসায়। শৈশব ও কৈশোর কেটেছে পৈত্রিক নিবাস খুলনায়। বর্তমানে ঢাকায় বসবাস। লেখক হিসেবে কাজ করছেন বাংলাদেশের অন্যতম ওয়ার্ডপ্রেস সফটঅয়্যার নির্মাতা প্রতিষ্ঠান উইডেভস-এ।