![গানের ওপারে : মাহমুদুর রহমান Banner_Mahmudur-Rahman](https://www.sree-bd.com/wp-content/uploads/2024/04/Banner_Mahmudur-Rahman-233x300.png)
Author মাহমুদুর রহমান
![](https://www.sree-bd.com/wp-content/uploads/2024/04/Ad_Mahmudur-Rahman-copy.jpg)
মাহমুদুর রহমান
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করে সেদিকে যাননি। লেখলেখিই করছেন। শুরুটা নন ফিকশন দিয়ে। ২০১৯ সালে প্রকাশ হয় মোগল ইতিহাস নিয়ে বই ‘মোগলনামা’ প্রথম খণ্ড। পরের খণ্ড ২০২০ সালে। এরই মধ্যে মহাভারতকে আশ্রয় করে লিখেছেন তিনটি উপন্যাস। ‘রাধেয়’, ‘শকুনি উবাচ’ ও ‘দ্রৌপদী’। এছাড়াও আছে তিনটি সমকালীন উপন্যাস; ‘রঙ মিলান্তি’, ‘রুসওয়া’ ও ‘বেলাভূমি’। পেশাগত জীবনে সাংবাদিক। একটি জাতীয় দৈনিকের ফিচার বিভাগে আছেন। এর বাইরে নিয়মিত লিখছেন ইতিহাস, পুরাণ, সিনেমা ও মুক্তগদ্য।
![গানের ওপারে : মাহমুদুর রহমান Banner_Mahmudur-Rahman](https://www.sree-bd.com/wp-content/uploads/2024/04/Banner_Mahmudur-Rahman-233x300.png)