বৃহস্পতিবার, মার্চ ২৮

আব্বাস কিয়ারস্তামির কবিতা : চাঁদ, ছায়াপথ ও তুমি ।। ভাষান্তর : মেহেদী হাসান

0
ILLUSTRATION_01_MH

মেহেদী হাসানের শিল্পকর্ম






১.
তুমি না থাকলে
চাঁদ, কেবলই চাঁদ
দিন, দিনই
রাত, রাতই
অথচ তুমি এলে চাঁদের আলোতে মাখামাখি সব।

(দার গেইবাতে তু
অফতব, অফতব আস্ত
রুয, রুয
শাব, শাব
হুজুরেত মালকামে-ই আস্ত মাহতবি।)

 

২.
যখন উঠেছে পঞ্চমীর চাঁদ
পূব আকাশে
আমার এশকের আগুনে
কিছুটা ছড়াল ধুনো।

(ওয়াক্তি ক্বরসে মহ বল মিঅইয়াদ
আয খভারন
এহসস অশেক্বনেআম আওজ মিগিরাদ
আন্দাকি।)


ILLUSTRATION_02_MH

মেহেদী হাসানের শিল্পকর্ম


৩.
বাঁকা চাঁদ
ছুঁয়ে যায়
এক টুকরো তুলোমেঘ।

(হেললে মহে ইয়েক শাবে
মোরকেবাত মিশাভাদ
ব তেকে আবরে আনবেই।)

 

৪.
যত ভাবি
তত বুঝি কম
ছায়াপথ কেন
আলোকবর্ষ দুরে।

(খুব কে ফিকর মিকোনাম
নেমিফাহমাম
দালিল ইন হামে
বোলান্দি কাহকেশনর।)


ILLUSTRATION_03_MH

মেহেদী হাসানের শিল্পকর্ম


৫.
চাঁদের চোখে প্রশ্ন
আজ যারা তার চোখে রেখেছে চোখ
এরা কি তারাই
যারা তাকে দেখেছিল হাজার বছর আগে?

(বে চাশমে মহ
ইনন কে এমরুয মিনাগার নাদশ
হাম অনান্দ
কে হেযরন সল পিশ?)

শেয়ার করুন

লেখক পরিচিতি

ফিল্মমেকার, অনুবাদক

error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।